কোন সীমানায় তোমারে দেখিনু
আপন নজর পারে;
বারেক চেয়েছ আমার চোখেতে
দেখিয়াছি বারেবারে।


শীতের সে বেলা কত ছোটো হয়
কাছেতে আসে গোধূলি;
সেই যে নজর সেই চোখখানি
কেমন করিয়া ভুলি।


চিনি না তোমায় জানি না তোমায়
তবু চিরদিনে চেনা;
আঁখি বিনিময় গোপন সুরেতে-
তোমাতে করেছি দেনা।


কীসের হাওয়া উড়ে এল চোখে
আমাতেই অবহেলা;
তোমার ললাটে প্রেমের চাহুনি
সজল সন্ধ্যাবেলা।