সেই তুমি চলিয়াছ পলক হরিয়া
মোর! তপ্ত জ্যৈষ্ঠবেলা কনেদেখা আলো
পলকের পরে; সাথি, জনম ধরিয়া
ভেবেছি চোখের পরে তুমি কত ভালো।
বারে বারে চোখে চোখ নানা অজুহাতে-
শুধু যে দেখেছি চেয়ে প্রতিমামুরতি
খানি; বসনের 'পরে অরূপ সাক্ষাতে;
কোন ঘরে যাবে তুমি? কার বা প্রিয়তি!


শেষবার দেখে আসি নিদ্রামগ্ন তুমি
তোমার চোখেতে ঘুম এই অবেলায়-
জুড়িয়ে দিয়েছ মোর এ হৃদয়ভূমি
সারাটি জনম জানি থাকি অপেক্ষায়।
আমার মনের পরে তুমি আছ ধরা;
চিরসুন্দর হৃদয়ে প্রণয়উত্তরা।