এসেছে পূজার দিন,    
এসেছে খুশির বেলা-
আনন্দে গান গাও।
তোমার ঘর আঙিনা    
মনের সব জানালা
রঙিন করে সাজাও।


এসেছে প্রাণের টান
ফুটেছে শিউলি ফুল;
এসেছে শরৎ ভোর।
কাশে কাশে নদীকূল,
ঘরেতে আসিছে দেবী
সেজেছে ঘরের দোর।


ঘরের মেয়ে আসছে
বছর খানেক পরে;
সকল কথা বলব।
জাগিয়া নিশি প্রহর,
একসাথে আনাগোনা-
মনে অঞ্জলি দেব।


ছেলে বুড়ো সেজে ওঠে
আলো বাতি রোশনাই;
মনে খুশির হাওয়া।
খুশি নিয়ে এসো আজ
আনন্দে গেয়ে ওঠো।
নতুন কাছে পাওয়া।
    ------


ছন্দ: মাত্রাবৃত্ত


পর্ব বিভাজন: ৮ মাত্রায়।