দেহ থেকে রক্ত ঝরে- নিষ্ঠুর সেই দৃশ্য;
ভাবিনি তা কাল্পনিক, কত বীভৎস!


মানুষের বুকে মানুষ করেছে আঘাত,
দিন শেষে লাল রক্তের মতো রাত।


প্রতিহিংসার রক্ত ঝরে, কত অমানবিক-
পরিণতি নিয়ে চর্চা করে সব দার্শনিক।


অসহায় মানুষের মাথার ঘাম- রক্ত
জীবনের কাছে হেরে যায়, তবুও আশক্ত।


মুখের ভাষাতেও রক্ত ঝরে, রক্ত অবিরাম;
ভালোবাসা আগুনে পোড়ে, নেই দাম।


সময়ের স্রোত হেঁটে চলে যায় আঁধারেতে-
কতটা রক্ত দেখেছ আজ এই প্রাতে!


অনুভূতি, মানবিকতা শুধু রাখো সাথে-
স্বপ্ন আসবে নয়নের পরে শুভের সাক্ষাতে।
       ---------------