আমার এই উঠান জুড়ে
আমার ভাইয়ের স্মৃতি;
পূর্ণিমার এমন আলোয়
মনে ভাসে নিতি নিতি।


ভাই ছিল আদরের ধন
মনে ছিল ভালবাসা;
আমার মনের পাশে আজ
তার কান্না আর হাসা।


আমার এ আধমরা দিনে-
বেঁচে আছি শোক সাথে;
সময়ের সাথে হেরে গেছি
'ভাই ভাই' করি রাতে।


আমার কবিতার খাতায়
শুধু লেখা তোর কান্না;
সকল এ শব্দমালা তোর
আর লিখতে চাইনা।


** ভাই হারানো কোনো দিদির আর্তনাদ থেকে।