ও নির্জনে ভেসে গেছে ভেলা
আজ শুধু কেন খুঁজে মরি!
অনীহায় কেটে যায় বেলা
মনে মনে তবু নাম করি।


সেদিনের বসন্ত বাতাস
মন মাঝে দিয়েছিল দোলা;
মোরে দেখিয়েছিলে আকাশ
আমি হয়ে থাকি পথভোলা।


চোখে আজ আসেনাতো ঘুম
সারারাত কেটে যায় ভেবে;
মনেতে যে প্রণয়ের ধুম
তারা হয়ে আকাশেতে রবে।


শুকনো ডালেতে ফোঁটে ফুল
ভেসে যায় তপন দুপুর;
মানুষের হয় জানি ভুল
মরাগাঙ তবু ভরপুর।
---------