আজ বুঝি চলে গেছ এ দুয়ার দিয়ে-
সেই চোখ সেই হাসি স্বপন মাখিয়ে।


গাছে মোর ফুটে আছে নানা জাতি ফুল-
তুমি চেয়ে দেখে গেছ প্রভাতবকুল।


বোশেখ শেষের কালে ভিজেছে উঠান
মৃদু সেই সুরে আমি মাতিয়ে পরান।


সব বুঝি দেখে গেছ নিমেষে তাকিয়ে।
আজ বুঝি সেই কথা ফেরালে প্রিয়ে।


তোমার দেহেতে আজ হলুদ বসন
বাঁকা সে চাহুনি মাঝে রূপের ভূষণ।


চলে গেছ যত দূর দেখেছি যে চেয়ে-
এই তো সেদিন তুমি হাসিখুশি মেয়ে।