মনে পড়ে আজ শিবমেলা
তোমার সাথে শিবমন্দির;
সেদিন বসন্তে সন্ধ্যাবেলা
দুজনে মিলে এক শরীর।


সে ভাবনায় আঁচল পাতি
দুটি হাত ধরে ঘোরাঘুরি;
সবে দেখেছে আমরা সাথি
নব এ প্রাণে কথার সারি।


হাওয়ায় তোমার আঁচল
মেতে উঠেছে কত আনন্দে;
তোমার চোখে ঋণ সকল
কেটেছে বেলা অতি সানন্দে।


দূরেতে বসে চেয়ে দেখেছি
মায়া ভরা তব প্রীতি চোখ;
দুচোখেতে স্বপন এঁকেছি
প্রাণেতে যতই দ্বন্দ্ব হোক।
         ------