তোমার ললাট 'পরে সিঁদুরের রেখা
আমি যে এঁকেছি প্রিয়, আপন হাতেতে
নব তনু কেশ ভাগ জ্বলিল শোভাতে;
তব জীবনখানিতে আপনার লেখা।
তোমার বদনে যেন ফুলেল চন্দন-
মলিন বাতাসে দোলে কুহু কলরব;
তোমার আঙিনা 'পরে কত উৎসব
চেয়ে চেয়ে দেখি আজ নবশ্রী বন্ধন।


হাসিয়া উঠেছ তুমি শ্রাবণধারায়
ওষ্ঠ জুড়ে লেগে আছে নব প্রাণপথ;
আজি মোর সব ধারা তোমাতে হারায়-
ওই রূপে বধূ তুমি করেছি শপথ;
সারা অঙ্গে লেগেছে যে নবরূপধারা
তোমার রূপের মাঝে জীবনের সাড়া।
         ----------