দূর হতে আমি তারে
আবার দেখেছি;
মনে মনে তাই বুঝি
ভালোবেসে গেছি।


পরনে পলাশ শাড়ি
কত তার রূপ;
তুমি প্রিয় সযতনে
আমি নিশ্চুপ।


মনের মাঝেতে আজ
মালিকা গেঁথেছি
ছবির মতন রূপ
হৃদয়ে এঁকেছি।


পলকে ক্ষণিক দেখা
স্মৃতি  চিরদিন;
তার রূপ লিখে রাখি
মনে অমলিন।


গোপনে দেখেছি চেয়ে
তোমার ভূষণ;
আশাতেই বসে আছি
চলো মধুবন।
  ----


ছন্দ: মাত্রাবৃত্ত


পর্ব বিভাজন: ৮,৬ মাত্রায়।