একবার অপেক্ষায় আমি! তোমাকে ছোঁয়ার আগে
শ্রাবণের অবেলায়; ওই হাত দু'খানি বাড়াও-
আজ মন চেয়েছে যে হেথা শিমূলের অনুরাগে;
তোমাকে দেখিব আজি, আগে এখানে এসে দাঁড়াও।


আমি ভালোবেসে গেছি শুভ দেখার আলোর কণা,
ফিরে আসে মেঘ আকাশের পানে- শরীর উতলা
আপনার আঙিনায়; আর কভু আমি আসিব না।
গোপন পাতার মাঝে সব বুঝি আজ ছেলেখেলা!


আমি চেয়েছি তোমার কাছে ফুল-পাপড়ির ভোর;
অভিমানেতে মলিন হবে তার অবেলা আদর
নীরব অভিমানে- সঞ্চিত আছে শতক উত্তর;
শ্রাবণ হয় শেষ, পিয়াল তলে উত্তপ্ত ভাদর।


সব মুছেছে বারিধারায় আছে স্মৃতি গৃহকোণ
আমার গোপন প্রাতে জেগে থাকে পাতাঝরা মন।
          ----------------------