যদি পারো, ভুলে যেও মোরে
মনে রেখে আর কীবা লাভ;
যত সত্য তো তোমার দোরে
ভুলে যেও, আমার স্বভাব।


জায়গা ছিল মণিকোঠায়
আদরে রেখেছি ধরে কত;
জীবনপথে আজ হারায়
ওই পথচলা সঙ্গী শত।


গান গেয়ে চলো পথে পথে
হয়ে ওঠো অনামি অনন্যা;
খুঁজোনাকো আর মন সাথে
হয়ে থাকো শ্রীমতী সুকন্যা।


তবু তুমি বেঁচে থাকো ঠিক
আমি বুঝি থাকি অন্যমনে;
বুকে শুধু উঠিছে ঝিলিক
মন আজ তোমারই সনে।
          ------