(১০)
সবাই এসেছে, খোঁজ নিয়ে গেছে
বলেছে তোমার বাণী;
তুমি কত ভালো! কত প্রিয়জন!
সেই কথা আজ মানি।
তোমারে ভুলিয়া, তোমাকে ছাড়িয়া
প্রিয়, এই কয়দিনে;
মানুষের রূপ জেনে গেছি আমি
মানুষ গিয়েছি চিনে।


ভুলি না কখন, ভুলব না প্রিয়
যেখানে থাকবে তুমি;
আগলে রাখিব, যতনে রাখিব
তোমার আপন ভূমি;
আমার ঘরেতে তোমার এ বাস
তোমার গলার হার;
সকল রাখিব যতনেতে তুলে
করছি অঙ্গিকার!


আজ বসন্ত! ফাগুনের মাস
আমার জন্মদিন;
শুভেচ্ছা তুমি প্রথমে জানাতে
ভালোবেসে অমলিন।
এই যে প্রথম জন্মদিনেতে
তুমি নেই প্রিয়ে কাছে;
কতেক পুষ্প ব্যঙ্গ করিছে
মোর উঠানের গাছে।


আজকে আমার সেই ভালোবাসা
আমার জন্মদিন;
তোমার বিদায়ে শেষ হল জানি
শায়িত সে চিরদিন।
আবার আসবে ফাগুনের দিন
আমার জন্মবেলা;
শুধু সে হারাই তোমার মুখের
হাসি মুক্তার খেলা।


** চলবে।