(১১)
মুখেতে তোমার দীপ্তজ্যোতি
কণ্ঠ সমুজ্জ্বল;
লড়াইয়ের কাছে হার মানো নাই
জীবন যে অবিচল।
তোমার চলন, তোমার কথন
তোমার ভাবনা মন;
তোমাতেই যেন লুকিয়েই ছিল
আগামীর দর্শন।


তোমার ছেলেটি তোমার মেয়েটি
ভুলবে না কোনোদিন;
আজীবন শুধু মনেতে রাখিবে
তোমার স্মৃতির ঋণ।
মৃত্যু খবর শুনিবে গো যত
পথের দুর্ঘটনা;
বুকের ভিতর কাঁপিয়া ঊঠিবে
বজ্রপাত মেঘ বিনা।


'সলিলসমাধি' জানতে এখনও
অনেকটা পথ দেরি;
শব্দের সাথে স্মৃতিটা ওদের
হবেই নিত্য ফেরি।
যতবার যাবে এ ব্রিজের পথে-
'বালিঘাট' পাড়ি দেবে;
ধড়ফড় করে কেঁপে ওঠে ওরা
আবার কেঁদে উঠবে।


এখন আমরা বেঁচে আছি প্রিয়
সকল কিছু হারিয়ে;
খেতে হয় খাই, শ্বাস নিতে হয়!
বিরহ-কান্না ছাড়িয়ে।
মন ভালো নেই, বাড়ে মনোপীড়া
ফিরে ফিরে আসে দুখ;
তোমার মাঝেতে ডুবিয়া থাকি যে
যদি কিছু পাই সুখ।


** চলবে।