(২)
সেদিন ছিল যে শীতের সকাল
কুয়াশার ভোরবেলা;
কে জানিত আজ কী ঘটিবে প্রিয়!
আনমনে সুর তোলা।
সেদিন সকাল আমার আঁধার
আমার জীবনে শোক;
তোমাকে হারিয়ে সুর তুলি বুকে
দেখেছে অন্যলোক।


হ্যাঁগো প্রিয়তমা আমিই বলছি
তোমার পাগল সোনা;
শুনছ কি তুমি, শুনছ সুফিয়া
আমার আঁখির কোণা।
চলে গেলে তুমি তোমার দেশেতে
শেষবার হল কথা;
সারাটি জীবন কেমনে কাটাব
মনেতে অনেক ব্যথা।


সকালেতে উঠি দুজনায় মিলে
প্রথম সে সোমবার;
একসাথে বসি চা পান করি
কথা কিছু বলিবার।
সকালের কালে তোমার যাওয়া
তোমার কাজের দেশে;
একসাথে হেঁটে মিনিট পাঁচেক
দিয়েছি তুলিয়া বাসে।


তুমি যেয়ে ওই বাসেতে উঠেছ
শীতের দেয়ালে কাঁচ;
তবুও সেখানে হাত নাড়িয়াছ
পেয়েছি তোমার আঁচ।
সেই চোখাচোখি শেষবার হবে
কে ভেবেছে  প্রিয়তমা!
তোমার বিদায়ে ফিরে আসি ঘরে
কত কাজ ঘরে জমা।


** চলবে।