তোমার ও  কণ্ঠতলে আজ নিমজ্জিত
আমি প্রিয়ে, সুর-মালা দিয়ে একা একা
সুমুগ্ধ করেছ মোরে; করেছ সজ্জিত,
আমাকে রেখেছ ঘিরে দিয়ে সুর-রেখা।
কত দূর জনস্রোতে আমি গেছি মিশে!
তোমার সুরের ধারা এই কণ্ঠ মাঝে
বেছে নিই প্রিয় করে; আজ অবশেষে
মন আজ ধন্য হল অযাচিত সাঁঝে।


বেলা যায়, পিছু টান- ফিরে আসি পথে
তোমার মালিকা গীতি এ পরান ঘিরে;
আমি আছি, তুমি আছ, তব গান সাথে
যেন দেখি চেয়ে চেয়ে, শুধু ফিরে ফিরে;
যদি কোথা, কোনো কালে হয় পুনঃ দেখা,
রাখিব আসনে তুলে, আর চেয়ে থাকা।
        --------