শীতের রোদ এসেছে গায়ে
খুশিতেই বসে বারান্দায়;
ভালোলাগে তাপখানি পেয়ে
আছি যে মুক্তির বিছানায়।


আদরেতে শীত নিবারণ
পাখিরা কোথায় যে লুকিয়ে;
সকালেতে উঠি অকারণ
শীতের কুয়াশাটি মাখিয়ে।


ধীরে ধীরে ওঠে লালসূর্য
পূর্ব আকাশের পাদদেশে;
তার যেন কতই গাম্ভীর্য
শিশিরের কণা যায় ভেসে।


কুয়াশা পালায় কতদূর
নতুন দিন আসে নজরে;
সকলের মনে নব সুর-
মোর শুভদিন আসে দ্বারে।
      --------