ঘুম ঘোরে স্বপন যে দেখি
দেখেছি কত মজার দেশ;
সারি সারি কথা চেয়ে উঁকি
নেই যে তার কোনো উদ্দেশ।


কখনো ছুঁয়ে গেছি আকাশ
দেখি চেয়ে দূরে অট্টালিকা
নদীকূলে বহিছে বাতাস
কখনও কত অনামিকা!


নব নব সুরে ভেসে আসে
স্বার্থ নিয়ে কত গাল-গল্প
বিপদেতে কেউ নেই পাশে
সংসার মাঝে জীবন অল্প।


থেকে যায় শুধু গুণমান
বেঁচে থাকে শুধু ভালোবাসা;
স্বপনেতে বড়ো অভিমান
তাও রোজ স্বপনেতে আসা।
      -------