আজ এই সাঁঝেরবেলায়-
কে-বা বাজালো মোহন বাঁশি!
বাঁশি শুনে পরান আকুল
মনে হয় তারে ভালোবাসি।


বাঁশি বেজে যায় আনমনে
কোন-সে গোপন অভিসারে;
চুপ করে থাকিতে না পারি
মন ছুটে চলে বারেবারে।


আজ ঘরে নেই কোনো কাজ
উদাসি মনের সাথে একা;
স্বপনের মাঝে মাঝে আমি
তোমাতেই করেছি যে দেখা।


আকুল চোখে আঁধারে আমি
কেন আজ ছুটে ছুটে আসি।
বেদনার মাঝে আমাতেই
দেখেছি প্রণয় রাশি রাশি।
       -------