সেই কথা বলি আজ তব কানে কানে!
আনো মুখখানি কাছে; নয়নে তোমার-
মুখের ছোঁয়ায় অতি সহজে যতনে,
আমার জীবনধন পলকে উজার;
সেই তুমি হেসে ওঠো, শত খুশি নিয়ে
কতই গরবে যেন শুনো মোর কথা;
তুমি প্রিয় ধন্য হও এ কণ্ঠ শোনায়ে-
আজ জানি ভুলে যাবে সব মনব্যথা।


অবশেষে বলা হল- কথা হল শেষ
চেয়ে থাকো মোর পানে কথা অপলক;
আরও যে কত কথা তার বুঝি রেশ-
ও কণ্ঠ মাঝেতে দেখি দৃষ্টির ঝলক!
জানি তুমি সব কথা শোনো মন দিয়ে-
ভালো থেকো, খুশি থেকো- এ পরশ পেয়ে।
            ---------


# সনেট