কত যুগ চলে গেছে প্রিয়
দেখা আর পাইনি তোমার;
জীবন যৌবন গেল যে
আর কিছু নেই হারাবার।


দেখেছি সে বসন্ত দিনে
রাঙা কাঞ্চন ফুল তলে;
সে প্রথম সাক্ষাতে প্রিয়
তব চোখ ভেসেছিল জলে।


তরী আজ ফেরে সীমানায়
তার বুকে কত ঢেউ ঠেলে;
কত ঝড় আসে, কত মেঘ
তবু চোখেতে স্বপন মেলে।


এতদিন ভেবেছি তোমায়
কবে এসে করিবে মিলন
আঁখির পানে তাকাবে তুমি
তুমি জীবনের প্রিয়জন।


      --------


ছন্দ: মাত্রাবৃত্ত


পর্ব বিভাজন: ১০ মাত্রা।