আজ এ প্রভাত বেলা,
তুমি মরমিয়া;
কী গান গেয়েছ তুমি
আমাতে চাহিয়া।


তোমার সুরের গালি
ভরা আছে গানে-
সব গান তুলে দেবে
তুমি অভিমানে।


মুগ্ধ নয়নে আমি
শুধু চেয়ে রই
পরে না পলক মোর
তুমি যে অথই!


আজ বুঝি আমি হারি
প্রণয়ে ভাসিয়া;
শুনিব সকল গান
কাছেতে আসিয়া।
    ---------


****** ছন্দ: মাত্রাবৃত্ত


              পর্ব বিভাজন: ৮,৬ মাত্রায়