স্নিগ্ধ বাতাস বইছে ধিরে, উড়ছে পাখি হাওয়ায়!
দোয়েল পাখি ব্যস্ত সেও মধুর গান গাওয়ায়!!


বুলবুলিরা জুটি বেঁধে করছে খুনসুটি!
মাছরাঙ্গাটা ঝাঁপিয়ে পড়ে, ধরছে মাছ-পুটি!!


কচি পাতার কুঁড়ির সাথে, সবুজ মাখা হাঁসি!
ডালে ডালে ঘষা লেগেই, বাজছে মধুর বাঁশি!!


ফাগুন খনে আগুন রংয়ে ফুটছে শিমুল ফুল!
আম কাঁঠাল আর লিচুর ফুলে ভ্রমরা আকুল!!


জাম্বুরা ফুল মিষ্টি মধুর বাতাস ভরা গ্ৰান!
ডালে ডালে থোকায় থোকায় জুড়ায় মনোপ্রান!!


কৃষ্ণচূড়া পলাশ আর সোনাআলু'র বন!
ফিরেছে ফিরেছে দেখো প্রকৃতির যৌবন!!


পারিজাতের রক্তরাগে শালিক ডাকে মধুর!
কাঁটার ডালে ফুল ফুটেছে বিস্ময় জাদুর!!


মাঠের শেষে শ্যামল ছায়ার এইতো আমার গ্ৰাম!
এখানেই চলে মোদের জীবন সংগ্ৰাম!!


পাশে তাহার ছোট নদী, পাড়ে কাঁশের বন!
গ্ৰাম বাংলার রূপের বাহার, এইতো গুপ্ত ধন!!


ফাল্গুনে বনে বনে রংয়ের খেলা!
বসন্তে মনে-প্রানে ভাসাই ভেলা!!


ষড়ঋতু ছয় বার ঘুরে ফিরে আসে!
বাংলা রূপবতী, রূপে সেজে ভাসে!!