একটু আস্তে যেতে চাইত ছেলেটা,
চাইত একটু হাওয়া-মাখা প্রশ্বাস,
চাইত আর একটু অবকাশ-
কিন্ত,
        চেনা জনতার শিং এর গুঁতোতে আর,
         অচেনা লোকগুলোর  ভিড়ের গতিতে,
        সে হারিয়েছে মারিয়ানার স্বৃতির তলে,
           বারবার-
           অনেকবার-
আবার,
           উঠে আসে
          নীল সমুদ্র থেকে,
         নীল আকাশ দেখার জন্নে-
তখন,
         শক্ত দরজা হয়ে ওঠে আরো দুরভেদ্য,
         জগত চায় আরো সদ্য-
         যখন চোখ মেলে-
      দেখে ডারউইনের বিবরতনবাদের লড়াই-
        শুধুই অস্তিত্বের লড়াই--
সেখানে,
             সে লুপ্তপ্রায় -
             খোঁজে নিজেকে-
            জীবন তখন তার পেঁয়াজের খোসায়,
             চাকার আবিষ্কার হতে চায়,
             তখন গুরুত্বহীন-
            মরমহীন সব প্রশ্ন-
      তার নিষিদ্ধ পলিথিন বাঁধা যত স্বপ্ন-
       আজ কেবল শুধুই স্বপ্ন.