চেনা দোকানে-
     চিরাচরিত চেরা চারমিনারে-
     অচিরাচরিত ধোঁয়ায়-
     চেয়ারে বসে,
      চা তে চুমুক দিতে দিতে--
      চমক লাগল মূহুরতে--


চিমনির ধোঁয়ার মতো,
          জটপাকানো,
    ক্ষয়প্রাপ্ত ভাবনা আমার--
চেরা -চেরির লাল----
তেমনই স্পষ্ট হতে লাগল,
আবার ----
পড়ল মনে,
                 সেই ভালোবাসা,
                 সবুজ ভালোবাসা --
                 জীবন্ত কিন্তু জড়,
  আজ তা চোঁয়ানো চৌবাচ্চার জলে,
               নীল --
               কালচে নীল ‌......


তবু ঝিঁঝিঁ পোকার চিঁচিঁ ডাকে,
        আর জোনাকির আলোতে,
        হাহাকার কমেছে সামান্ব,
         মনের প্রবল হাহাকার...
বাকি থেকে গেছে কেবল,
        এক চামচ ভালোবাসার....
আর,
       গোটা গভীর চাঁদের‍ ,
       অগভীর সন্ধার,
       নিরদেশকটুকু....


হাজার বছর পরে আবার,
     নদীর চরের চোরাবালিতে--
     আমার অনধিকার প্রবেশে,
      অধিকার নেই তোমার,
    চেঁচানো চেনা চিতকার----
    চাই না আমি,
     আর ডুবতে.......


দরকার ছিল চায়ের মিষ্টি,
     জরুরি ছিল তাই---
     চিনির এক চামচ,
   অজরুরি এখন---
   এক চামচ ভালোবাসা তোমার,
    মেশানো চা------
     মিষ্টি......