না লিখলে,আমাকে-
    ট্রাফিক পুলিশ বাঁচতে দেয় না আমাকে-
    আর মৃতুন্জয় হওয়া তো দূরের কথা---
না লিখলে,
                নরদমার বাধাপ্রাপ্ত নোংরা জলের মতো
                আমার জীবন পায় গতি--
                দেহ ছাড়ে আসক্তি--
কিন্তু উড়োজাহজ ভালো লাগেনা,
                     আমার ---
         ফিল্টার জলও নয়,
         আর না লিখলে ---
         কালচে-নীল মাথার শিরার,
         জটিল অঙ্ক---
         দুর্ভোধ্য--আমার সর্বাঙ্গ----


অলিখিত শ্বেতকনিকার ইতিহাস--
      অজানালা ঘরের ধোঁয়া...
  আর,অনেক কবির- অনেক লেখার,
              একই কবিতা-----
    আমাকে বারন করে না লিখতে,
  আর সেই প্রাচীন চোখের পলক,
      ছায়াপথ-পেরানো স্বৃতি,
  ও ধূসর ধূমকেতুর অপেক্ষা,
বারবার মনে করায়,
   আমার সাদা খাতা-----


সেই সুযোগে তুমি যদি আসো-
        অমিত হয়ে,
        আসা নিয়ে,
        ভালোবাসা নিয়ে,
আর,চাবি নিয়ে----
তবে যাও অতল সমুদ্রে,
বিলীন তালার খোঁজে ----
     বাক্সবন্দী প্রচীন চিঠির,
অপ্রাচীন স্বৃতির তলে...
আমি চাই না আর সবুজ পাহাড়,
ভঙ্গুর উঁইঢিবিতেই খুশি আমি---
নিষ্ঠুর আমি আজ-----
     কাঁচা ছোলার সাদা অংশে,
      বাঁচতে চাই আমি,
      আমার মধ্যে----
আর কবিতার মধ্যে......