যতবারই তোর মুখ খানি দেখি,
মনে হয়,
একটি করে পাপ মোচন হচ্ছে আমার।
আর যতবার তোকে ছুঁই, ততবারই জ্বলি।
ফুটতে থাকি পানির মত,
ফুটে ফুটে বিশুদ্ধ হই।
ভয় হয়, না জানি কবে বাষ্প হয়ে যাই।
ভাবছিস, বাষ্প হয়ে আকাশে হারিয়ে যাব?
হারাবো না ওরে বোকা মেয়ে,
মেঘ হয়ে তোর উপরেই বর্ষিত হবো কালে কালে।
ফোঁটায় ফোঁটায় চিহ্ন রেখে যাবো তোর নরম গালে।
জানি ঘরে ঢুকেই আমার জলটুকু তুই মুছে ফেলবি।
তবুও ঠাণ্ডা লাগিয়ে, সর্দি বাধিয়ে তোর ভিতরেই
অবস্থান করব আমি!


২৪/০৩/২০১৫
ঢাকা মেডিকেল, শাহবাগ।