ধুপ জ্বালানো বাসন্তি এক সন্ধ্যা বেলা-
ঝিঁঝিঁ পোকাদের ডাকাডাকি থেমে গেলো;
ভিড় বাড়লো চা স্টলে, মনে হলো মেলা।
বৃষ্টির ফোঁঁটায় ক্লান্ত দেহ ঘেমে গেলো-
বাতাসে আরম্ভ হলো লেপ্টালেপ্টি খেলা,
ভেজা ওড়নাটা বুক থেকে নেমে গেলো।
পাঞ্জাবীর রঙ ধুয়ে নিলো অবহেলা।
তৃষ্ণা বেড়ে গেলো খুব, সব প্রেমে গেলো।


নামলো রাত; আলাদা তুমি আর আমি
এরপর ভিজলাম একা বোকা হয়ে;
স্বপ্নগুলো ভিজে গেলো, হলো বদনামি
ঝরে গেলো রাত শুধু তৃষ্ণা গেলো রয়ে।
স্বপ্নে দেখে তোমায়; তুমুল ছোটাছুটি
ভোরে চোখ তুলে তুমি- করলে ভ্রুকুটি।


১০/০৩/২০১৭
মগবাজার, ঢাকা।