লোটাস পজিশনে চোখ বুজে বসা আমি,
আমি সময় অনুভব করছি আপনার।
আপনার শহরে প্রচুর দুপুর নামছে,
নামছে রোদ, পাখির পালকে তৃষ্ণা-
তৃষ্ণার্ত শহরে গাছের পাতারাও ক্লান্ত।
ক্লান্ত চোখে ধ্যানে বসেছে এক যুবক,
যুবককে ঘিরে উড়ছে রাস্তার ধুলো-
ধুলোগুলি যেন ধুলো নয়, সব প্রজাপতি।
প্রজাপতি গুলি এসে বসছে তার গা'য়।
গা থেকে ওগুলি না উড়ানোর দুটি কারণ-
কারণ আপনার শহরে সে এক পথিক,
আর পথিকরা কারো ধ্যান ভাঙে না।


২৮/০৫/২০১৭
আমবাগান, মগবাজার।
[উৎসর্গঃ নবমল্লিকা আপনাকে]