এবং তারপর,
আমাদের শোবার ঘর
করা হয় অন্ধকার।
আমরা অন্ধের মত গন্ধ নেই-
একে অপরের।
মাটি অথবা জলের গন্ধ,
অথবা, অথবা অন্যকিছুর।
অন্ধকার আমাদের পোশাক হয়ে যায়;
আমরা মিলিয়ে যাই শীৎকারে।
এরপর সুখ আসে, আসে নিদ্রা।
আরো দূর থেকে ভেসে আসে
রাতজাগা একদল উদ্বাস্তুর গোঙরানি।
আমাদের কান অব্দি পৌঁছায় না সেসব।
ওদের শোবার ঘরে সারারাত আলো জ্বলে,
চাঁদ অথবা ল্যামপোস্টের।
তবুও ওদের আদিম সুখে ভাটা পড়ে না।


৩০/০৬/২০১৭
প্রশন্নপুর, গোপালগঞ্জ।