অতীতকে ঘিরেই আজিকের এই বর্তমান,
বহুকাল আগের ফেলে আসা প্রিয় কিছু গান,
নয়তো পুরনো কোন সুর,
যা কল্পনায় নিয়ে যায় বহুদূর।
আবছায়া হয়ে আসা কিছু স্মৃতি,
সেই কবেকার কোন এক বন্ধুর মুখের আদলে,
মিশে থাকা প্রিয় কোন গীতি।
চেনা কোন সুরে প্রিয় বন্ধুর হাত ধরে,
বেলাভূমির তীরে অতীতের নগ্ন স্নান।
স্বেচ্ছায় সব ভুলে আজিকের এই বর্তমান।
বারে বারে ফিরে আসে সেই চেনা সুর,
অতীতে চোখ যায়, নিয়ে যাও যতদূর।
পৃথিবীর মানচিত্রে অচেনা পথে পথে ঘুরে,
ভীষণ তৃষ্ণায় ভর দুপুরে,
আবার ফিরে আসা, সাথে নিয়ে কিছু হতাশা।
কি পাইলাম মোড় কিংবা কিছুই পাইলাম না মোড়,
ঘুরতে থাকে প্যাডেল, থামে না দৌড়।
চলতে থাকে পাশাপাশি দুটি দ্বিচক্রযান,
স্বেচ্ছায় সব ভুলে আজিকের এই বর্তমান।
স্মৃতির তলে জানি চাপা পড়ে যায় স্মৃতি,
মনে পড়ে না প্রিয় লেখকের লেখা গল্প ছায়াবীথি,
নীরবে বয়ে চলে ময়ূরাক্ষীর স্বচ্ছ জল,
গোপনে হাতড়াই, ঘোলা হয় খুঁজে পাই না তল।
দিনে কিংবা রাতে, জলন্ত লাঠি লজেন্স হাতে,
ছুটেছি কত গোধূলি বেলায়, ঊষালগ্নে কিংবা প্রভাতে।
বন্ধুর পথে বন্ধুরই সাথে চিলের পিছে
মিছেমিছি খুঁজেছি কান,
স্বেচ্ছায় সব ভুলে আজিকের এই বর্তমান।


                                    ১১/১২/২০১৫