আজো আরেকবার রাস্তা ভুল হলো,
চেনা রাস্তা হঠাৎ কেমন অচেনা হয়ে গেল,
একলা পথে হেটে চলেছি অগন্তব্যে,
তিলতিল করে হারিয়ে যাচ্ছি জনসমুদ্রে।
যেতে যেতে হঠাৎ থমকে?
একি!!!সেই চেনা অলিগলি, চেনা ওভারব্রিজ!!!
পরিচিত ভবন, পরিচিত কিছুমুখ করে গিজগিজ।
ভীষণ ক্ষুধাবোধ হলো আবার বহুকাল পর!!!
এইখানেই তো খুব কাছাকাছি ছিল এক পরিচিতার ঘর।
আধুনিক যুগে মুঠোফোনের অবদান,
আমার সকল ধুক্ষার ঘটালো অবসান।
আলাপ হল পরিচিতার সঙে।
বললাম একটু রসিকতা আর ঢঙে,
ক্ষুধার্ত আমি খাওয়াবে তোমার বাসায়?
উত্তরে হাসি মিলল বটে অন্নজল নয়!!
কারণ পরিচিতা শুভাকাঙ্ক্ষী তখন,
আমার থেকে অনেকটাই দূরে।
রাস্তার ধার ধরে চেনা পথে সমেত ফিরে পেলাম ক্ষণকাল পরে,
একলা পথে মুঠোফোনে সঙি হলো সেই পরিচিতা!!!
ভালো থেকো তুমি,তোমার নাম দিলাম রোজা!!!
আবার যদি রাস্তা ভুল করে তোমার গেটে এসে পড়ি কভু,
খাওয়াবে তো আমায়?
নিজের হাতে যা খেতে দেবে তাই মুখ বুজে খেয়ে নেবো,
ভাবতে হবে না তোমায়।
জানি খাওয়া শেষে তোমার হাতে লেগে থাকা এঁটো,
আমার গায়ে মুছে তুমি দৌড়ে পালাবে না আর,
যেমনটি পালাতে ছেলেবেলায়!!!
হাতে রসালো আখের লাঠি নিয়ে, আমিও তাড়া করবো না তোমায়।
কিংবা আমার অপেক্ষায় দু'এক বেলা উপোসও করবে না জানি।
হাত কেটে রক্তও ঝরাবে না আর,
কিংবা সেই রক্ত দিয়ে আমার নামটি লিখে,
রাঙাবে না তোমার ঘরের চৌকাঠ অথবা দ্বার।
ওগুলো বড়ই ছেলেমানুষি, খামাখা বদনাম।
ছেলেমানুষি ঘুচেছি বুঝি, আমি কেবলই এখন সর্বনাম।
সর্বনাম না জানি কবে সর্বনাশ হয়ে তোমার দ্বারে দাঁড়ায়,
আবার রাস্তা ভুল করে হারিয়ে যাব,
অচেনা যে রয়েছে হাত বাড়ায়ে!!!


                                     ১১/১/২০১৫