কোনো পাপ নাকি কোনো পুণ্যে
আমার পদার্পণ হল এই মহাশূন্যে,
কত আকুতি আর কত মিনতির পর
মাতা কাঁপে আগমনে ধরণী থরথর।
শৈশব ছাড়িয়ে কৈশোর পেরিয়ে ভরা যৌবন
চাঞ্চল্যে আমার পূর্ণ ধরা মুখরিত হয় মৌবন।
একদিন থেমে যায় সব সংসারের দায়ে
কলুর বলদ হয়ে ছুটি ডানে আর বায়ে,
এক ব্যাগ দায় আর কাঁধে ভারি বোঝা
শুরু হয় নতুন দিন চলে জীবনকে খোজা।
জীবনের মত জীবন চলে আমার মত নয় কিছু
হারিয়ে যেতে মানা, সংসার টেনে ধরে পিছু।
সবার মুখে হাসি আর এক চিলতে সুখ
এনে দিতে হবে আমায় যদিও ভেঙে যায় বুক।
শোধরাতে হবে আমায় জন্ম-জন্মান্তের ঋণ
হয় যদি হোক না আজ আমার হাসিমুখ মলিন।
সেই থেকে শুরু করে আজীবন ধরে
নুয়ে পড়েছি আজ বার্ধক্যের ভরে।
তিন পায়ে ভর করে পথ চলা আজ
তুচ্ছ করে সংসার ছিল যত কাজ।
বৃদ্ধাশ্রমের এক কোণে ছেড়ে নিজ ভূখণ্ড
বিধাতা দিল বুঝি আজ ভুবন সেলে যাবজ্জীবন
কারাদণ্ড।
06/06/2015