বৈরী সেজে তৈরি আমি, হাতে নিয়ে অসি/
যোদ্ধা সেজে যুধে নামি, তীক্ষ্ণ হাতের মসি।
রুখতে আসিস না আমায়, ভেঙে দেব হাত/
আমাকে কে আজ থামায়, করে শত আঘাত।
নতুন সাজে এসেছি আজ, মুক্ত করতে ধরা/
বন্ধ কর সব নিষিদ্ধ কাজ, পাপকে আড়ালে সরা।
কালো টাকায় আইন অন্ধ, টাকা ছাপিস জাল/
ঘুষের টাকায় মুখও বন্ধ, ওষুধে আজ ভেজাল।
স্যুট কোট আর টাই পরে, সাজে মস্ত অফিসার/
অবৈধ কাগজে সই করে,গরীবের করে লক্ষ টাকা বার।
গুমড়ে কাঁদে বৃদ্ধ যোয়ান, আঁধারে ঢেকে মুখ/
তোর জন্য আজ লাশের তুফান, কাঁপেনা বুঝি বুক?
আর কত মার খাবে মরা, কাঁদবে কতকাল/
আজ বিবেকে আগুন ধরা, ভেঙে দে শৃঙ্খল।
ভীরুর মত থাকবি কেন তবে, জেগে ওঠ মরা/
সীমাররা আজ নিশ্চিহ্ন হবে, মুক্তি পাবে ধরা।