এই জীবনের ঠিকানা কোথায়?
ফুলের বাগানে, নদীর কিনারে
স্বপ্নের গালিচায়, নাকি তোর ঘরে।
প্রজাপতির রঙে, শেওলার অঙ্গে
জোনাকির আলোয় নাকি উড়ন্ত পতঙ্গে।
সাত আসমানে, সারা দুনিয়ায়
জীবনের ঠিকানা খুঁজবো কোথায়?
এই জীবনের ঠিকানা কোথায়।
কোকিলের ডাকে, বসন্তের কাকে
অরণ্যের ফাঁকে নাকি রাস্তার বাঁকে।
পুরণো কোনো গল্পে, জোছনা রাতে
গাঙের নয়া জলে নাকি ভেজা বরষাতে।
সাত আসমানে, সারা দুনিয়ায়
জীবনের ঠিকানা খুঁজবো কোথায়?
এই জীবনের ঠিকানা কোথায়।
ভ্রমরের গুঞ্জনে, খাঁচার এক কোণে
শরাপের ভাড়ে নাকি দেবদাস হয়ে বনে
তোর নয়নে, ঘর ছেড়ে রাস্তায় নেমে
প্রথম প্রেমে,দেখি জীবন গেছে থেমে।
সাত আসমানে, সারা দুনিয়ায়
জীবনের ঠিকানা খুঁজবো কোথায়?


                               ১৯/০৬/২০১৫