আয়ুর্বেদিক বিজ্ঞানে ত্রিফলা ঔষধি,
সেবনে সেরে যায় কঠিন সব ব্যাধি।
পথ্যের মাতা চির সবুজ হরতকী,
বাকি দুই ভেষজ বহেড়া আমলকী।
ত্রিফলের গুড়ো দিয়ে খাও শরবত,
রক্তচাপ কমানোর এটা মহৌষধ।
হৃদরোগ জন্ডিস হইলে আমাশয়
হরতকী ফল চূর্ণ ব্যবহৃত হয়।
সর্দিকাশি পেটে পীড়া মুখে নেই রুচি,
তবে আমলকী যেন হয় খাবারের সূচি।
অকালে চুল পড়ে যার হয়েছে টাক
বহেড়া বিচি বেটে সে মাথায় লাগাক।
তরূ মাঝে নিহিত রয়েছে মহা ঔষধ,
খালি চোখে দেখিনা যে তাঁরি কুদরত।


৩১/১২/২০১৫