চোর পালাল বুদ্ধি বাড়লো না তবু
সবুর করলাম কত মেও ফলল না কভু।
কষ্ট করলাম কত কেষ্ট কোথা পাই
কলুর বলদ হয়ে আজও খেটে যাই।
অতি চালাকের গলায় দড়ি, আমার গলায় কাঁটা,
গরু ও বুঝি অনেক চতুর, কপাল আমার ফাটা।
অল্প বিদ্যে ভয়ংকরী মনীষী জনে বলে,
পেট ভর্তি বিদ্যা আমার বুদ্ধি হাঁটু তলে।
নানা মুনির নানা মত, রাই কুঁড়িয়ে বেল,
সব শালাই তেলো মাথায় ঢালতে জানে তেল।
জলে নেমে ধরি মাছ না ছুঁই আমি পানি,
আমি শালা বড্ড বোকা অত কিছু কি আর জানি?
কয়লা ধুয়ে ময়লা কভু করা যায় না সাফ,
নিজে বাঁচি আগে পরে খুঁজব কে ছিল বাপ,
মামা ছিল না সেই ভাল, কানা মামা আবার কে,
নাচতে গেলে সোজা উঠান বাকা লাগে চোখে।
যেমন কুকুর তেমন মুগুর, এবার হল বেশ,
নিজের নাক কেটে আমি অন্যের যাত্রা করি শেষ।
না পেয়ে বলি আমি ভীষণ টক ফলটা বুঝি আঙ্গুর,
পুঁটি মাছ খেয়ে এসে ছাড়ি ইলিশ মাছের ঢেকুর।
মিষ্টি কথায় চিড়ে ভিজে না, তিতা কথায় ভিজে,
এক হাতে তালি বাজে না,পারলে বাজান দেখি নিজে।
কারো পৌষ মাস আবার কারো পিছনে বাঁশ,
নিজেকে নিয়ে তাই করি আমি একটু উপহাস।