শহরটা যেন আস্ত এক ডাস্টবিন,
যেখানে সেখানে ঠোঙ্গা আর পলিথিন।
সব জেনে পরিচ্ছন্ন কর্মী কেনো চুপ,
যেখানে নিষেধ সেখানেই নোংরার স্তুপ।
নাক চেপে হেটে যাই তবু আসে র্গন্ধ,
চোখ থেকেও সিটি কর্পোরেশন অন্ধ।
কে হবে সিটি মেয়র, কে নেবে ময়লা
নোংরা বেচাকেনা এই দেখছি পয়লা।
প্রতিবাদ প্রতিকার মিছেমিছি ভাই,
শহরটাকে করছি নোংরা নিজেরাই।
পরিষ্কার পবিত্রতা ইমানের অঙ্গ
মানুষ হয়ে কেনো আইন করো ভঙ্গ।
বদাভ্যাস ত্যাগ করে হাতে হাত ধরো
পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ো।


১৯/০১/২০১৬