বই মেলা কই,এ তো দেখি সেল্ফি মেলা
প্রতিদিন এক ষ্টলে শেষ করি বেলা।
শুরু থেকে শুরু করি শুরু থেকে শেষ,
দিদি ভাই পাশে আছে মজা করি বেশ।
মাঝে মাঝে জ্ঞানী গুনি আসে ভুল করে,
মুলাকাত ভুলে তারা হাত দুটো ধরে।
সেল্ফি তোলা শুরু হয়, চা'র কাপ হাতে
বাসায় ফিরে ওগুলো পোস্ট করি রাতে।
দাদা আছে দিদি আছে ভরসাটা পাই,
চা আছে বিস্কুট সাথে চপটাও খাই।
গুনি জনের হাট বসে গ্রন্থ মেলায়,
আড্ডাটা জমে বেশ সাহিত্যের খেলায়।
প্রাণের মেলায় আসে,যারা বই পোক
একুশের গ্রন্থমেলা চিরজীবী হোক।


১১/০২/২০১৬