এই কাক আর কুকুরের শহরে
কিছু হিংস্রতা দেখি আতকে উঠার মত,
পিচ ঢালা রাস্তার বুকেও অসংখ্য ক্ষত।
বর্বরতা গুলো দৃষ্টির সহ্যসীমার বাইরে,
কিছু নগ্নতা মলাট হীন বইয়ের মত।
অশ্লীলতা গুলোর কাছে
কার্তিকের কুকুরও মাথা নুয়ায়।
কিছু পৈশাচিক ঠোটে বিদ্রূপ হাসি,
নিত্যনতুন ফাঁদে আটকা পড়ে শহর বাসি।
কিছু জোচ্চুরি সকালের নাস্তার মত,
প্রতারণা গুলো এখানে সাবলীল নিত্যকর্ম।
এ ধর্ম ও ধর্ম, ফাঁক ফোকরে
কিছু সতর্ক দৃষ্টি করে চক্রান্ত।
মানবতার শরীরে জ্বর,
শিরায় শিরায় বহমান নীল রক্ত।
কিছু উদ্বাস্তুর ঘাম ঝরে, রক্ত পড়ে,
ওরা ক্ষুধায় মরে,
তবুও এই কাক আর কুকুরের শহরে
দিব্যি বাস করে।


এই কাক ডাকা কুকুরের শহরে,
ইটের বালিশও হয়,
ফুটপাতও বিছানা হয় কারো কারো,
কাক আর কুকুরের সাথে যুদ্ধ করে
পেট ভরিয়ে ছুটে চলে আবারো,
কিছু লোক আবার এখানেও উলু বনে মুক্তা ছড়ায়।
কিছু মানুষ ভিত্তিপ্রস্তর হয়,
বহুতল ভবনের অতলেই যায় রয়ে,
আকাশ ছোঁয়ার অংক কষে আবার কেউ কেউ,
ভিত্তিপ্রস্তর যায় ক্ষয়ে।
শহরটা বৃদ্ধ হচ্ছে রোজ নড়বড়ে কাঠামো লয়ে।
জানে গ্রাস করে নেবে মাঝে মাঝে,
আলোয় আধারে সন্ধ্যা সাজে।
কেউ গুলি খায়, কেউবা আবার গুম
কেউ স্বেচ্ছায় নিখোঁজ হয়ে,
কেড়ে নেয় স্বজনের ঘুম।
কেউ ফাঁসির দড়ি গলায় পরে
কিছু লাশও ট্রেনে কাটা পড়ে,
তবুও এই কাক আর কুকুরের শহরে
দিব্যি বাস করে।


মোল্লাপাড়া, মণিপুর
২০/০২/২০১৬