ভালোবাসারা যেখানে বাস করে,
লোমশ কিংবা লোমহীন বুকের যে
পাশটায় প্রেম থাকে,
সেই পাশে একটা প্রদীপ আছে।
প্রদীপটা আপনা আপনিই জ্বলে।
সূর্য ফোটে আলো জোটে নামে সন্ধ্যা,
রাতেও যদি চাঁদটা থাকে কয়েক ঘড়ি বন্ধ্যা,
ঘূর্ণি-টাইফুন,শৈতপ্রবাহ-সাইক্লোন
দুর্যোগের সে রাতেও প্রদীপটা নেভে না।
ভালোবাসার তাপে সে জ্বলে,
অনড় থাকে আপন আবাস্থলে।
প্রেম ক্লান্ত হলে, প্রদীপ শিখা নুয়ে পড়ে বাঁকে,
দিয়াশলাই এর কাঠি জ্বলে আঙুলের ফাঁকে।
ঘরের আঁধার কাটে, মনে অন্ধকার
প্রেম আসে দু'হাতে ক্লান্তি ঘোচাবার।
ভালোবাসারা নিমন্ত্রণে যায়
প্রদীপটা নিভু নিভু করে জ্বলে,
পশমি অপশমি বুক পূর্ণ শিখা পায়
ঠিকঠাক নিড়ে ফিরে এলে।
ভালোবাসার সেই সংস্পর্শ টুকু চাই
চাই জ্বলে থাকুক প্রদীপটা আমৃত্যু।


মোল্লাপাড়া, ষাটফিট
০৭/০৩/২০১৬