আঘাতের পর আঘাত করলো দুর্বৃত্ত,
হাত রাঙালো তাজা রক্তে,
মাথার ঘাম পায়ে ফেলে করলো খুন।
খববরের কাগজে আসলো লাশের ছবি।
বেচারা দুর্বৃত্তের কোন নাম চিহ্ন রইলো না।
এখানেই শেষ নয়।
লাশের কি এতো মহিমা, তাকে নিয়ে এতো টানাহেঁচড়া
ডেডলাইন, হেডলাইন, টাইমলাইন সবখানে ঝুলবে লাশ।
রাগে দুঃখে আফসোস করে বেচারা দুর্বৃত্ত।
দেশ তোলপাড় করা এই হত্যাকান্ডে যেন তার কোন অবদান-ই নেই।
দেশের মানুষ এতো স্বার্থপর।
এখানেই শেষ নয়।
বাজারে লাশের অনেক দাম,
মর্গে আছে সুরৎহালের অপেক্ষায়।
শালা লাশ, মরেও দিলি না শান্তি
পরিবার পরিজনকে নাজেহাল করার বন্দোবস্ত করে গেলি শেষে।
দিন নাই রাত নাই চলছে জিজ্ঞাসাবাদ।
একদিকে মিডিয়া অন্যদিকে প্রশাসন।
খুনি এসে দিয়ে যাচ্ছে সান্ত্বনা।
এখানেই শেষ নয়।
ময়না তদন্তের রিপোর্টের অক্ষর গুলি নাকি মুছে গেছে,
গোর খোদক ডাকো আরেক বার।
উত্তোলন করা হোক গলিত লাশ,
শালা লাশের বাচ্চা লাশ, মরেও শান্তি দিলি না
পরিবেশ দুষিত করেই ছাড়লি শেষে।
এখানেই কি শেষ হবে?
শেষ হলেও দুর্বৃত্তের খুব একটা লাভ হলো না।
তার নাম যশ গলিত লাশের তলে চাপাই পড়ে রইলো।