স্বেচ্ছায় এলো না কিছু,কিচ্ছায় গেলো
গল্পটা কল্পনা ছেড়ে বাস্তবে হারালো।
কিছু হারিয়ে গেলো,
আর কিছু ফিরিয়ে নিলো।
কিছু স্বপ্ন দ্রুত গতিতে পালিয়ে,
আর কিছু বুকের পশম জ্বালিয়ে।
আলোতে না হয় কালোতে,
মন্দে না হয় ভালোতে।
সে থাকে আমার আশেপাশে,
আমায় দেখে আর চোখ টিপে হাসে।
কিছু উত্তাপ নিয়ে একটু ফোলাতে,
কিছু কষ্ট শীতল পানিতে গোলাতে।
চায়ের পেয়ালায় চাই,
চুমুকে চুমুকে যেন পাই।
না ফিরে পিছে,
ছুটবো না মিছে।
একি প্রেম নাকি ভ্রম,
নাকি ভালোবাসার অনুক্রম।
কিচ্ছাটা বেশ বড়,
এক জীবন প্রেমের জড়ো।
তবু কিচ্ছা তো কিচ্ছাই হয়,
কতো কিচ্ছা অজানাই রয়।
যদি কেউ খুঁজে একাগ্র মনে,
এই কিচ্ছা সঁপি তার স্মরণে।


১৩/০৭/১৬