ভাবনা গুলি হারিয়ে যাচ্ছে ব্যস্তানুপাতিক হারে।
দিন দিন ব্যস্ত হয়ে পড়ছি আমি।
পাতারা সবুজ হারাচ্ছে নিরবে অগোচরে।
পোঁকারা বাসস্থান বদলাচ্ছে।
আমার ঘরেই এখন তাদের স্থায়ী বাস।
দিনে একবার দেখা হচ্ছে, কখনো হচ্ছে না।
সময়ের হাতে পায়ে ধরেও আটকাতে পারছি না।
সম্পর্কে ফাটল দেখা দিচ্ছে, সংস্কার করা জরুরী।
আকাশ ছিদ্র হয়ে রোদ আর বৃষ্টি পড়ছে,
পথে পথে আমি একাই ছাতাহীন।
ডান হাতের জোর কমে যাচ্ছে, বাঁহাতি ছিলাম না কখনো।
মাথায় একটা খোঁড়া কুকুর কাতর স্বরে ডাকে মধ্যরাতে,
টাক মাথা দেখলে ছ্যাপ ঢলতে ইচ্ছে করে না আর।
বিক্ষিপ্ত ভাবনারা লিপিবদ্ধ হয় পুরনো ডাইরিতে।
পানির বোতল কিংবা বাদামের ঠোঙ্গায়ও জীবন দেখি।
চামড়া ছোলা টেনিস বলটা খাটের নিচ থেকে উকি দিয়ে দেখে আমায়।
সিগারেটের প্যাকেট কখন শূন্য হয়ে যায়, আমায় বলে না।
নিশাচর হতে চাই নি, তবুও রাত জাগি অকারণে।
একটা গাড়ি দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায়।
আমি উঠলেই এই ব্যস্ত স্টপেজ ত্যাগ করবে।
শাহবাগ মোড়, ঢাকা।


০৯/০৬/২০১৬