কয়লা থেকে কালি; কাজল তোলা থাক,
জলের শোকেই মরুক, মাছের ঝাক।
কালি মেখে কুত্তা গুলি ছাগু হলে হবে,
হরিণ তাড়িয়ে কুকুরেই ঘাস খাবে।
বাঘটা নিখোঁজ, বানর গুলিও নাই
শিয়াল ভেগেছে পিঠের উপর ছাই।
কিসের রাজা সিংহ? রাজা রামের পাল,
হুকুম না মানলেই তুলে নেবে ছাল।


পাখিদের কি দোষ, যদি পালিয়ে যায়
বনের রাজা এটাইতো কেবল চায়,
সিস্টেম মানে সবে শুধু বাস্তুটা বাদ,
ভারসাম্য হারিয়ে প্রাণীকুল নিপাত।
জীব আছে নির্জীব; বাস্তুবিদ্যাটা ভালো,
শ্রী-বনে রামের পাল, তাই এতো আলো।


১৪/১০/১৬
ষাটফিট, মনিপুর