ফাগুন এসেছিলো দুয়ারে, বলে গেছে বৃক্ষসারি,
রক্তস্রাব জানিয়েছে তারে, কিশোরী তুমিও নারী,
হার বলে গেছে জিত চাই, কার যেন হলো ক্ষতি,
না আর হ্যাঁ'য়ের মাঝে ঝুলে কুমারী তখনো সতী।
তখন প্রেমিক যুদ্ধে যায়, প্রেমিকাকে তার চাই,
মাঠের পর মাঠ পেরুলো কোথাও হলো না ঠাঁই।


আপনার জন্য যুদ্ধ হলো, কত রক্ত গেলো বয়ে,
পথিক হারালো পথেঘাটে, শত প্রাণ গেলো ক্ষয়ে।
নাক উঁচু স্বপ্ন প্রেমিকের, আকাশ ছোঁয়ার শখ,
কেমন করে জিততে পারে, আঁকতে থাকলো ছক।
এমন করে কাটলো দিন, উপায় পেলো না খুঁজে,
ইচ্ছে থাকলেও উপায় নেই প্রেমিক গেলো বুঝে।


ছোট-বড় যা’ই হোক প্রেমিকা চায় একটা ঘর,
টনক নড়লো প্রেমিকের, সে যে নামে শুধু নর।
উত্তর আসে না দীর্ঘদিন, প্রেমিকার মন কাঁদে,
পরের ঘরের মা হলো সে, বছর খানেক বাদে।
হারিয়ে গেলো ভুলের ভুলে, প্রাণপ্রিয় প্রিয়তমা,
রঙ হারালো প্রকৃতিও, শুধু সে’ই পেলো না ক্ষমা।


২৫/০৬/২০১৭
প্রশন্নপুর, গোপালগঞ্জ