অনেক ভালোবেসে ছিলাম তোমাকে
আজ সবই স্মৃতি করে দূর দেশে গেছ চলে
দোষ দিবো আমি কারে ?
একি আমার ভাগ্য ? নাকি তোমার নিয়তি ?


যদি নিয়তি ভেবে নেই মেনে
তবে এই আগুনে পোড়ার কি আছে মানে ?
আর যদিও দেই ভাগ্যের দোষ
তবে কেন পোড়া ভাগ্য নেয়না অন্যের খোঁজ ?


যদি সব মেনে হই উদাসী
তবে কোন দহনে , কিসের নেশায়
কাটে মোর নিশি ?
আমি কি তবে শুধুই উদাসী ?


শান্তনার পাহাড় বুকে চেপে সব দিয়েছি মাটি
অজানার পথ দিচ্ছি যেন পাড়ি
অতৃপ্ত জীবনের তৃপ্ততা
খোদা মিলবে কি করে তোমায় যাচি