নিরাপদ জান ও মাল, মুসলিম পরস্পরে
বলেছেন নবী করীম, প্রকৃত ঈমানের তরে।
মুমিনের জন্য রক্ত ও মান পরস্পরে হারাম
মুসলিমের রক্ত চুষে এ তোমার কেমন ইসলাম?
জিহাদ তো ইসলামে সকল অপবিত্র আর শয়তানে
তবুও কেন নিরীহ শিকার আজ সকল স্থানে?
হাতের বদলে হাত, চোখের বদলে চোখ একই পাল্লায়
আপনার বোঝা পরের কাঁধে দিয়ে তব রং বদলায়!


হায়রে মুসলমান!
কী আছে নবীজির আদর্শে, দেখে নি পড়ে আলকুরআন!!
হায়রে মানুষ!
ফিলিস্তিন, ইরাক, সিরিয়ার রক্তে তখনো থাকে সে বেহুঁশ!!
আজ যখন কাঁপে কিছু আধিপত্যবাদী, বোমা হামলায়
অমনি কাঁদে মন হাহাকারে, দরদে বিশ্বের প্রাণ উতলায়।


সকল ভেদাভেদ ভুলে এক হও বিশ্বাসী, একই রশি ধরে
নইলে তো মার খেতেই হবে মুসলিম, বাতিলের হাতে পরে!
কুরআন ও হাদীস পড়ে দেখো ইসলাম কাকে বলে
নানান মত ও পথ ছেড়ে এসো কুরআনের ছায়তলে!