না দেখলাম তোমায় আমি, ভালবাসি তবু
তুমি আমায় করলে সৃষ্টি, পালনকর্তা প্রভু
সকাল দুপুর বিকেল সন্ধ্যা, তোমায় শুধু করছি স্মরণ
রাত্রি যত হয় রে গভীর, চোখের জলে ভাসছে শয়ন
মনের দুয়ার যায় খুলে যায়, রাত্রি যখন হয় তিমির
গুনগুনিয়ে মধুর সূরে, প্রভুর নামে কর যিকির।
                            আল্লাহ আল্লাহ! সুবহানাল্লাহ
                            আল্লাহ আল্লাহ! আল্ হামদুলিল্লাহ
কী যে মধুর নামটি তোমার, কূল মাখলুকাত মাতোয়ারা
আকাশ-মাটি, গাছ-পাখালি, তোমার নামে তন্দ্রাহারা
তোমার দয়ায় জীবন সবার; রহমতেরই চাদর ঘেরা
মাগফেরাতের আলোয় ধুইয়ে, করছ মোদের সৃষ্টি-সেরা
রাত্রি যখন হয় অবসান, দিচ্ছ ভোরের স্নিগ্ধ শিশির
গুনগুনিয়ে মধুর সুরে তোমার নামে করছি যিকির।
                        আল্লাহ আল্লাহ! সুবহানাল্লাহ
                        আল্লাহ আল্লাহ! আল্ হামদুলিল্লাহ  
ইসলাম দ্বীন আমার, মুসলিম আমার পরিচয়
আল্লাহ আমার প্রভু! নাই নাই কোনো ভয়
আমাদের মুক্তির পথ, ইসলাম জিন্দাবাদ
আল কুরআন সংবিধান আর রাসূল মুহাম্মাদ
মৃত্যু যখন আসবে সবার, কালেমাতে রাখো স্থির
গুনগুনিয়ে মধুর সুরে তোমার নামে করছি যিকির।
                            আল্লাহ আল্লাহ! সুবহানাল্লাহ
                            আল্লাহ আল্লাহ! আল্ হামদুলিল্লাহ