যুদ্ধটা ছিল নয়মাস
রক্তঝরার গল্পটা তারচে' বেশি
তখনো ছিল, এখনো চলছে।


যুদ্ধটা ছিল নয়মাস
নির্যাতন আর নিপীড়নের প্রেক্ষাপট একই
তখনো ছিল,এখনো আছে।


যুদ্ধটা ছিল নয়মাস
স্বাধীনতার দাবি তারচে' বেশি তাত্পর্যপূর্ণ
তখনো পরাধীন, এখনো...


যুদ্ধটা ছিল ন'মাসের
এখনো মেলে নি লাশের হিসেব
এখনো পাওয়া যায় নি পরিচয়
বেওয়ারিশ পরবাসী
বর্ণমালার গোত্র!
এখনো মেলে নি মানচিত্রের সুরতহাল
পতাকায় মর্গের গন্ধ।


যুদ্ধটা ছিল নয়মাস
গণতন্ত্রের নামে গণতন্ত্র খেলা
তখনো ছিল, এখনো খেলছে


যুদ্ধটা ছিল ন'মাসের
জনতার বুকে বুলেট, একই প্রেক্ষাগৃহে
তখনো হাততালি, এখনো জনতা
রক্ত ঝরিয়ে মুচকি হেসে বলে-
গণতন্ত্র চাই!
মঞ্চে পর্দা পড়ে জনতার গলায় ফাঁস পেচিয়ে।